পীর পূজা করে যদি কাফের হতে হয়
তো সেই কাফেরী সনদ দিয়ে দাও আমারে..।
পীর পূজা করে যদি কাফের ফতুয়া না পাই
তো কেমন পূজারী আমি সংসারে..।
পীর পূজা করে যদি কাফের হতে হয়
তো সে কাফের সনদ দিয়ে দাও আমারে..।
গুরু প্রেমে কাফের ফতুয়া না পাই
পীর পূজারি হব কী করে...।
পীর পূজা যদি হয় হোক শেরেকী
যেনে নাও আমি পীর পূজারি
এ শেরেকী জিন্দেগী ভর
এ শেরেকী বন্দেগী আমার
এ শেরেকী ধর্ম শুধু নয়
বাসনা যে মোর চরতরে..।
গুরু বিনা কোনো ইবাদতের
নেই প্রয়োজন এই জীবনেতে
পরোয়া করিনা দোযখের ভয়
গুরু যদি মোর থাকে সাথে
তুচ্ছ বেহেশত থাক থাক পরে থাক
চাই না ওখানে ভুলেও যেতে
আাহা আমি চাই আমার গুরুর কদম।।
তার গোলাম হতে চাই চিরতরে..।
সুরা মুজাম্মিলে স্বয়ং খোদা কয়
ফাত্তাখেজু ওয়াকিলা দেখ রয়
মান হাকিমের কাছে যেতে চাও
শক্ত হাতে উকিল ধরে লাও
এবং আরো কাহাফ সূরায়
বলে বদনসিবি তারা এ ধরায়
ওলীয়াম মুর্শিদ যে নাহি পায়
বৃথা সাধন ভোজন সংসারে..।
পাথর সুরকী বালু দিয়ে যে কাবা গড়া
বৃথা নয় কি তারে সেজদা করা
পাথরের কি এতই শক্তি
চুমা দিলেই তারে পাবে মুক্তি।।
কাবায় খলিলে যদি খোদা পেত
রসুল হেরা গুহায় না যেত।।
নাকি হেরা গুহা কাবার উর্ধ্বে নিশ্চয়
নইলে গুহায় গেলেন কেন কাবা ছেরে..।
খালাকা আদম আলা সুরাতিহি
আরো দেখনা ফি তুহে মিররূহি
আমাকে পেতে হলে উসিলা ধর
কুরান পাকে তাই বলেন এলাহি
মুমিনের কালব আমার আরশ
মুৃমিনের দিল কাবায় হুজুরে
তাই জেন্ত দিল কাবাকে সেজদা করি
সেজদা করি আমি নত শিরে।।
যারপীর নাই তার পীর হল শয়তান
খাজায় খাজেগান কালামে ফরমান
ওসিলা ছাড়া যদি খোদা না পাওয়া যায়
যদি হাজার ইবাদতে খোদা না সাড়া দেয়
তবে খোদার উর্ধ্বে গুরু
রতনে তাই কয়।।
গুরু তোমার পুজারী বানাও আমারে..।
তো সেই কাফেরী সনদ দিয়ে দাও আমারে..।
পীর পূজা করে যদি কাফের ফতুয়া না পাই
তো কেমন পূজারী আমি সংসারে..।
পীর পূজা করে যদি কাফের হতে হয়
তো সে কাফের সনদ দিয়ে দাও আমারে..।
গুরু প্রেমে কাফের ফতুয়া না পাই
পীর পূজারি হব কী করে...।
পীর পূজা যদি হয় হোক শেরেকী
যেনে নাও আমি পীর পূজারি
এ শেরেকী জিন্দেগী ভর
এ শেরেকী বন্দেগী আমার
এ শেরেকী ধর্ম শুধু নয়
বাসনা যে মোর চরতরে..।
গুরু বিনা কোনো ইবাদতের
নেই প্রয়োজন এই জীবনেতে
পরোয়া করিনা দোযখের ভয়
গুরু যদি মোর থাকে সাথে
তুচ্ছ বেহেশত থাক থাক পরে থাক
চাই না ওখানে ভুলেও যেতে
আাহা আমি চাই আমার গুরুর কদম।।
তার গোলাম হতে চাই চিরতরে..।
সুরা মুজাম্মিলে স্বয়ং খোদা কয়
ফাত্তাখেজু ওয়াকিলা দেখ রয়
মান হাকিমের কাছে যেতে চাও
শক্ত হাতে উকিল ধরে লাও
এবং আরো কাহাফ সূরায়
বলে বদনসিবি তারা এ ধরায়
ওলীয়াম মুর্শিদ যে নাহি পায়
বৃথা সাধন ভোজন সংসারে..।
পাথর সুরকী বালু দিয়ে যে কাবা গড়া
বৃথা নয় কি তারে সেজদা করা
পাথরের কি এতই শক্তি
চুমা দিলেই তারে পাবে মুক্তি।।
কাবায় খলিলে যদি খোদা পেত
রসুল হেরা গুহায় না যেত।।
নাকি হেরা গুহা কাবার উর্ধ্বে নিশ্চয়
নইলে গুহায় গেলেন কেন কাবা ছেরে..।
খালাকা আদম আলা সুরাতিহি
আরো দেখনা ফি তুহে মিররূহি
আমাকে পেতে হলে উসিলা ধর
কুরান পাকে তাই বলেন এলাহি
মুমিনের কালব আমার আরশ
মুৃমিনের দিল কাবায় হুজুরে
তাই জেন্ত দিল কাবাকে সেজদা করি
সেজদা করি আমি নত শিরে।।
যারপীর নাই তার পীর হল শয়তান
খাজায় খাজেগান কালামে ফরমান
ওসিলা ছাড়া যদি খোদা না পাওয়া যায়
যদি হাজার ইবাদতে খোদা না সাড়া দেয়
তবে খোদার উর্ধ্বে গুরু
রতনে তাই কয়।।
গুরু তোমার পুজারী বানাও আমারে..।