বুধবার, ৯ আগস্ট, ২০১৭

কী হাকছে ফারিশতাউনে ইকবাল কী গমমাজী।
গুশতাখ হ্যায় করতা হ্যায় ফিতরাত কী হিমা বান্দী।
খাকী হ্যায় মগার ইশকে আন্দাজ হ্যায় আফলাকী।
রুমী হ্যায় না শামী হ্যায় কাশী না সামারকান্দী।
সিখলাই ফারিশতাউকো আদম কী তরফ ইছনে।
আদম কো শিখাতা হ্যায় আদাবে খোদাওয়ান্দী।
হাকিমী নে মুসলমানী খুদী কী।
কালীমি রামজে পিনহানী খুদী কী।
তুঝে গুর ফখরে শাহী কা বাতাদো।
গরীবি নিগেবানী খুদী কী।
দায়ারে ইশক মে আপনা মাকাম প্যায়দা কর।।


কোন অধিকারে ফেরেশতারা ইকবালের অতীতের ভুলগুলোর হিসাব লিখবে..?
ভুলগুলোর মাঝে আমি তো আজন্ম বন্দি হয়েই আছি।
যদিও মাটির মানুষ আমি, কিন্তু প্রেম উঁচু আকাশের অধিবাসী করেছে..
আমি রুমিও নই,শামিও নই, কাশিও নই আর সামারকান্দিও নই।
ফেরেশতাদের কে শিখিয়ে দিলেন খোদা আদমের মর্যাদা সম্পর্কে।
তারপর আদম কে শিখিয়ে দিলেন কেমন করে খোদার নৈকট্য পাওয়া যায়।
খোদা তোমার রহস্যময় পোশাকের ভেতরেই তোমার আমিটির ভেতর লুকিয়ে আছেন।
তুমি তোমার বুজর্গির অহঙ্কারের বিষয়টি আমায় বলবে..?
অথচ তুমি গরিব আমিটির মাঝেই তোমাকে দেখতে চেষ্টা কর।
জাগ্রত রুহের অধিকারী (প্রেমমন্দির,কামেল গুরু)প্রেমে আপন ঘরটিকে নুরময় করে তোল।


না তু জমি কে লিয়ে হ্যায় না আসমাকে লিয়ে।
জাহাঁ হ্যায় তেরে লিয়ে তু নেহী জাহাঁকে লিয়ে।
সেতারোঁ সে আগে জাহাঁ আওর ভী হ্যায়।
আভী ইশক কী ইনতেহা আউর ভী হ্যায়  ইয়ে হিকমতে মালাকুতী ইয়ে ইলমে লাহুতী।
হারাম কে দরদকা দারমা নেহী তো কুচ ভী নাহী।
ইয়ে জিকরে মীম সাবী ইয়ে বোরাক  বে সারুর।
তেরী খুদী কে নিগেবা নেহী তো কুচ ভী নেহী।
খিরাদ মে ক্যাহ দিয়া লা ইলাহা কো কিয়া হাসিল দিলো নিগাহ মুসলমা নেহী তো কুচ ভী নেহী।
নয়া জামানা লায়ে ফিতরত ছে নাজ বেখুদকো সখুকে লালা হো গুলসে কালাম প্যায়দা কর।
উঠা না সীসা জারা ম্যায় ফরেন দেখে গা।
ছাপালে পাকছে মিনা ওয়া জাম প্যায়দা কর তেরা তারিকা আমিরী নেহী ফকিরী হ্যায় খুদী না বেচে গরিবী মে নাম প্যায়দা কর।
দায়ারে ইশক মে আপন মাকাম প্যায়দা কর।।


তোমাকে এই পৃথিবীর তরে নহে আর ঐ আকাশের তরেও নহে।
পৃথিবীটা তোমারই জন্য তুমি পৃথিবীর জন্য নহে।
তারকা-রাজ্যের উর্ধ্বে আরও সৃষ্টিজগত রহিয়াছে।
জেনে রাখ প্রেমের পরীক্ষা তাহারও উর্ধ্বে অবস্থান করে।
ইহা ফেরেশতা রাজ্যের রহস্যময় হিকমত,ইহা নাই রাজ্যের জ্ঞান।
হৃদয়ের অনুভূতি না থাকলে তো আর কিছুই অবশিষ্ট থাকে না।
ইহা মিমেরই স্মরণ একমাত্র প্রশংসা ইহাই দ্রুতগামী বোরাক।
তোমার আমিটার প্রতি যদি দৃষ্টি না থাকে তো কিছুই রইলো না।
সকাল-সন্ধ্যায় তুমি তোমার নবযুগের সূচনা কর।
যদি খোদা ইচ্ছা করেন তো তিনি তোমার সুন্দর আমিত্বের বিনাশ করতে পারেন।
যদি তুমি তোমার আমিত্বের পরদাটুকু একটুখানি উঠাইতে পার তা হলে সঙ্গে সঙ্গে দেখতে পাবে।
তাহা হইলে তুমি তোমার বিদগ্ধ দাসত্বে থাকিয়াও ফুলের মাঝে কালাম (বাণী) সৃষ্টি করতে পার।(অধম লিখক এই বাক্যটি বুঝতে না পেরে অনুমানে লিখলাম,সুতরাং ভুল থাকাটাই স্বাভাবিক)।
তুমি তোমার জুব্বার ভেতরে রাখা পানপাত্রটিকে যদি পবিত্র করতে পার।
তোমার পথ তো আমিরি নহে,বরং ফকিরিই তোমার জন্য প্রযোজ্য।
তোমার স্বকীয়তাটিকে বিক্রি না করে বরং গরিবির খাতায় নাম লিখে নাও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন