রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭


কিছু মহামূল্যবান বানী


প্রেম একটি সিগারেট আগুনে আলিঙ্গন উপসংহারে ছাই।  

         ------ বাবা কালান্দার জাহাঙ্গীর।


দুনিয়ার একটি স্থানে মানুষ হেরে গিয়ে সবচাইতে বেশি আনন্দ পায়, আর সেই স্থানটির নাম হলো নিজের সন্তানের কাছে হেরে যাওয়া।  

         ------ বাবা কালান্দার জাহাঙ্গীর।


দুনিয়ার সবচাইতে বেদনাদায়ক ঘটনাটি হলো, আপন সন্তানের লাশ কাঁধে বহন করা।      

         ------ বাবা কালান্দার জাহাঙ্গীর


তুমি শিখাও আমি চুপ করে থাকি, অথবা আমি শিখাই তুমি চুপ করে থাকো।      

        ------- বাবা কালান্দার জাহাঙ্গীর।


সিংহ কে খরগোশ আক্রমন করে না, এই লিখনির উপর বিরূপ মন্তব্য করার সময় তুমিও বাঘ হয়ে যাও।    

        ------- বাবা কালান্দার জাহাঙ্গীর।


রাজা হলেই রাণীই পাবে,  আর ভূত হলে পেত্নীই পছন্দ করবে।  

        ------ বাবা কালান্দার জাহাঙ্গীর।


ভালোবাসার বকুনীও আনন্দ দেয়, আর চাটুকারের প্রশংসা চমকিয়ে দেয়।     

       ------ বাবা কালান্দার জাহাঙ্গীর।


মাথা উঁচু করে দাঁড়াও, আর আমি অতুলনীয় জ্ঞানের ভারে নিচু হয়ে আছি- যে জ্ঞান দেওয়াল তৈরী করে না বরং দেওয়াল ভেঙ্গে দেয়। 

       ------ বাবা কালান্দার জাহাঙ্গীর।


 মানুষ লাঠির ভয়ে আত্মহত্যা করে না, আত্মহত্যা করে, শরম -লজ্জার প্রচন্ড অভিমানে ।

      ------বাবা কালান্দার জাহাঙ্গীর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন